আমুদরিয়া নিউজ: দলের ব্যর্থতায় এবার হরমনপ্রীত কৌরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে বোর্ড। হরমনকে সরানো নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করা হবে। অপ্রত্যাশিতভাবে শেষ হয়েছে ভারতের মহিলা দলের টি২০ বিশ্বকাপ অভিযান।
গ্রুপস্তরে নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের কাছে হেরে গিয়ে ছিটকে যেতে হয়েছে বিশ্বকাপ থেকে। বিশ্বকাপ থেকে বিদায়ের পর এবার তাই অধিনায়ক হরমনপ্রীত কৌরের বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে গেল।