আমুদরিয়া ডেস্ক: শান্তিবৈঠক চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের দক্ষিণ ওয়াজ়িরিস্তান। ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের প্রাণ গিয়েছে। আহত আরও অনেকে।সোমবার দুপুরে দক্ষিণ ওয়াজ়িরিস্তানের ওয়ানা শহরে স্থানীয় শান্তি কমিটির একটি বৈঠক চলছিল। সে সময়েই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, শান্তি কমিটির অফিসের বাড়িটি ভেঙে পড়ে। কয়েকজন তার নীচে চাপা পড়ে যান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের পর প্রাথমিক ভাবে মোট ১৬ জন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাঁদের মধ্যে সাত জনের মৃত্যু হয়। বাকিদের আঘাত গুরুতর হলেও তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।পাকিস্তান পুলিশ জানিয়েছে হামলার দায় এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন বা সাধারণ কোনও সংগঠন স্বীকার করেনি। তবে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। বিস্ফোরণের নেপথ্যে কারা রয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।