আমুদরিয়া নিউজ: এবার বড়পর্দায় আসতে চলেছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বায়োপিক। সুশান্ত ও তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর প্রেমকাহিনি সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চলেছেন বলিউডের জনপ্রিয় চিত্রনাট্য রচয়িতা ও পরিচালক রুমি জাফরি। তিনি জানিয়েছেন ”আমার এখনও মনে হয় সুশান্ত বুঝি আমার আশপাশেই রয়েছে। ওর সঙ্গটাই ছিল আনন্দে ভরা ও জীবনরসে পরিপূর্ণ। ও এতটাই ছটফটে ছিল বলার নয়। এক মিনিটও চুপ করে বসতে পারত না! ও সারাক্ষণ কথা বলত। রিয়া ওর পাশে পাশে হাঁটত, ওকে থামানোর চেষ্টা করত।” সেই প্রেমকাহিনিই পর্দায় ফেরাতে চাইছেন রুমি। ছবিতে রিয়া অভিনয় করবেন এ কথা পরিচালক স্পষ্ট করেছেন আগেই। সুশান্তের চরিত্রে বেদাঙ্গ রায়নাকে নেওয়ার চিন্তাভাবনা করেছেন রুমি। উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা দেশে। গ্রেপ্তার করা হয়েছিল রিয়াকে।
