আমুদরিয়া নিউজ: ফ্রান্স, ব্রিটেন, কানাডার পর এবার প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম। সে দেশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম প্রিভট মঙ্গলবার এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন চলতি মাসের শেষে রাষ্ট্রপুঞ্জ সাধারণ পরিষদে (ইউএনজিএ) প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। মঙ্গলবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, ‘রাষ্ট্রসংঘের অধিবেশনে বেলজিয়াম প্যালেস্টাইনকে স্বীকৃতি দেবে! এবং ইজরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ তবে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দু’টি শর্তের উল্লেখ করেছেন প্রিভট। জানিয়েছেন, গাজা থেকে শেষতম পণবন্দিকেও মুক্তি দিতে হবে। এবং হামাসের কোনওরকম ভূমিকাই থাকবে প্যালেস্টাইনকে নিয়ন্ত্রণের বিষয়ে। গত জুলাইয়েই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা করেন, প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবেন তাঁরা। এর আগে ফ্রান্স এবং ব্রিটেনের তরফে জানানো হয়েছিল, গাজায় যুদ্ধ বন্ধ না হলে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেবে তারা।
