আমুদরিয়া নিউজ: পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানের উদ্দেশে কার্যত হুঙ্কার ছুড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, “২২ এপ্রিল ধর্ম বেছে বেছে খুন করেছিল। ২২ মিনিটে সেই হামলার বদলা নিয়েছি। ফের হামলা হলে ফের প্রত্যাঘাতও হবে। আর সেটা হবে আমাদের নিজেদের শর্তে। ন’টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’’ মোদির কথায় পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখল গোটা বিশ্ব! বৃহস্পতিবার রাজস্থানের পাক সীমান্তবর্তী জেলা বিকানের থেকে প্রধানমন্ত্রী মোদী মোট ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেন। বিভিন্ন রাজ্যের স্বকীয় শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকেও তুলে ধরা হয়েছে এই স্টেশনগুলিতে। এর মধ্যে পশ্চিমবঙ্গের কল্যাণী ঘোষপাড়া, পানাগড় ও জয়চণ্ডী পাহাড় স্টেশনও রয়েছে। এর জন্য মোট ১১০০ কোটি টাকা খরচ করা হয়েছে।
