আমুদরিয়া নিউজ: বৃহস্পতিবার ৫২ বছরে পা দিলেন মালাইকা অরোরা। এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন অর্জুন কাপুর। লিখলেন, ”শুভ জন্মদিন। সব সময় এমনই থেকো। তোমার কেরিয়ার গ্রাফ উর্ধ্বে থাকুক। এরকমই হাসতে থেকো। আর হ্যাঁ, খোঁজ চালিয়ে যাও…! ” এই খোঁজ চালিয়ে যাওয়ার মধ্যে কোন ইঙ্গিত দিতে চেয়েছেন অভিনেতা তা অবশ্য স্পষ্ট নয়। মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর প্রায় ছ’বছর ধরে প্রেমের সম্পর্কে থাকার পর গত বছর তাঁদের সম্পর্কের ইতি টানেন। তাঁদের বিচ্ছেদের খবর অনুরাগীদের কিছুটা হতাশ করলেও, তাঁরা দু’জনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন।