আমুদরিয়া নিউজ : শিলিগুড়িতে জলের সংকট স্থায়ীভাবে মেটাতে আমৃত টু মেগা ড্রিঙ্কিং ওয়াটার প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। বুধবার এই প্রকল্পের বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখতে সাইট পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরনিগমের একাধিক কর্মকর্তাও। এদিন বিশেষভাবে পর্যালোচনা করা হয় এশিয়ান হাইওয়ের নীচ দিয়ে বিশাল ক্যারিয়ার পাইপ পাঠানোর কঠিন জ্যাক পুশিং প্রক্রিয়া। পাশাপাশি ফুলবাড়ি এলাকায় বড় জলাধার নির্মাণের কাজও দ্রুত চলছে, যেখানে তিস্তা নদী থেকে সংগ্রহ করা জল সংরক্ষণ করা হবে। পরে সেই জল পরিশোধন করে শহরের বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে দেওয়া হবে। মেয়র গৌতম দেব জানান, প্রকল্পের প্রথম ও দ্বিতীয়—দু’টি পর্যায়ের কাজই দ্রুত সম্পন্ন হচ্ছে এবং কোনও ত্রুটি না রেখে মানসম্মতভাবে কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। পুরো প্রকল্প চালু হলে ২০৫০ সাল পর্যন্ত শহরে পর্যাপ্ত পানীয়জলের জোগান নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।