আমুদরিয়া নিউজ : ফের বোয়িং-এর বিমানে যান্ত্রিক ত্রুটি। এবার পুনে থেকে বেঙ্গালুরুগামী আকাশা এয়ারের একটি বিমান মঙ্গলবার সকালে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়। বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমানটিতে যাত্রীদের প্রায় দেড় ঘণ্টা বসিয়ে রাখার পর শেষ পর্যন্ত তাঁদের নামিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, বিমানটিতে বোর্ডিং শুরু হয় সকাল ৮টা ১০ নাগাদ। সকাল ৮টা ৫০ মিনিটে রওনা দেওয়ার কথা ছিল । যাত্রীরা আসন গ্রহণ করার পর উড়ানের প্রস্তুতির সময় শেষ মুহূর্তে প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। এরপর নিরাপত্তার কথা মাথায় রেখে সকল যাত্রীকে বিমান থেকে নামানো হয়। সংশোধিত সূচি অনুযায়ী দুপুর ১টা ১৫ মিনিটে বিমানটি ছাড়ার কথা।