আমুদরিয়া নিউজ: রবিবার মাঝ-আকাশে ফের বিপত্তির মুখে পড়ল তিরুঅনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়া বিমান। ওই বিমানে ছিলেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল ছাড়াও ইউডিএফের আহ্বায়ক আদুর প্রকাশ, প্রবীণ দুই কংগ্রেস নেতা কোডিকুন্নিল সুরেশ ও কে রাধাকৃষ্ণণ এবং তামিলনাড়ুর সাংসদ রবার্ট ব্রুস। রবিবার বিমানটি যখন মাঝ-আকাশে, সেই সময়ে আচমকাই উড়ানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে তড়িঘড়ি উড়ানটিকে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। গোটা ঘটনাটি নিজের সোশাল মিডিয়ায় জানিয়েছেন বেণুগোপাল। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘আজ ভাগ্যের জোরে আর পাইলটের দক্ষতায় বেঁচে গিয়েছি। কিন্তু যাত্রীদের সুরক্ষার বিষয়টি তো ভাগ্যের উপর ছেড়ে দিলে চলে না। তাই আমি অসামরিক উড়ান পরিবহন মন্ত্রক এবং ডিজিসিএর কাছে আবেদন জানাই, এহেন ঘটনা এড়াতে তাঁরা যেন সবরকম পদক্ষেপ করেন।” বেণুগোপাল আরও জানান পাইলট যখন বিমান ল্যান্ড করাতে যাবেন, তখন তিনি দেখতে পান ওই রানওয়েতে ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছে আরেকটি বিমান। একেবারে শেষ মুহূর্তে এসে পাইলট কোনওমতে ল্যান্ডিংয়ের প্রক্রিয়া থামিয়ে ফের আকাশে উড়ে যান। প্রায় দু’ঘন্টা আকাশে চক্কর কাটে বিমানটি। অবশেষে রানওয়ে খালি হতে এয়ার ইন্ডিয়ার উড়ান ল্যান্ড করে চেন্নাইতে। যদিও রানওয়েতে অন্য বিমান থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে এয়ার ইন্ডিয়া।
