আমুদরিয়া নিউজ: অসময়ের বৃষ্টিতে বন্যার কবলে মেক্সিকো। সেখানে এখনও পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি নিখোঁজ হয়েছেন আরও ৬৫ জন। গত সপ্তাহে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি হয়। বন্যা ও ভূমিধসে গালফ কোস্ট ও দেশের মধ্যাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ভেসে গিয়েছে রাস্তা-ঘাট। একাধিক অঞ্চলের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মেক্সিকো প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানিয়েছেন অন্তত এক লক্ষ ঘরবাড়ি ভেঙে গিয়েছে। অসংখ্য জায়গায় ধসের খবর পাওয়া গিয়েছে। উদ্ধার কাজে নেমেছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
