আমুদরিয়া নিউজ: আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। সংবাদ সংস্থা জানিয়েছে কোথাও কোথাও ধসে পড়েছে ঘরবাড়ি। প্রশাসনের আশঙ্কা, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ। চলছে উদ্ধারকাজ। রবিবার রাতে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এর পরেও বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে আফগানিস্তানে। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫ এর বেশি। কম্পন অনুভূত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকার পাশাপাশি পাকিস্তানের বেশ কিছু এলাকায়।
