আমুদরিয়া নিউজ: ২০১৯ সালে লোকসভা ভোটের পর দিল্লিতে গিয়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। সোমবার একুশের সমাবেশে রাজ্যের শাসকদলে যোগ দিলেন তিনি। ২০১৯ সালে ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনাদের পাশাপাশি আরও একঝাঁক টলিউড তারকা বিজেপি যোগ দিয়েছিলেন। সেই সময় রূপাঞ্জনা দাবি করেছিলেন, তিনি বিজেপি-তে যোগ দিয়েছেন বলে হুমকি পাচ্ছেন তৃণমূলের তরফে। কাজ পাচ্ছেন না বলেও দাবি করেছিলেন। পরে অবশ্য বিজেপি-তে থেকেও রাজনীতি করা সম্ভব নয় বলে সে দল ছেড়েছেন তিনি। এবার তৃণমূলে ‘ঘর ওয়াপসি’ করলেন রূপাঞ্জনা মিত্র। ঘাসফুলে যোগ দিয়ে অভিনেত্রী বলেছেন, “পাঁচ বছর রেজিমেন্টেড দলে কাটানোর পর আবার দিদির কাছে ফিরলাম। ‘ঘর ওয়াপসি’র পর মনে হচ্ছে যেন স্বর্গ। কত দিন পরে খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।”
