আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে। এই প্রথমবার র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এলেন অভিষেক শর্মা। ট্র্যাভিস হেডকে সরিয়ে র্যাঙ্কিংয়ের সিংহাসন দখল করলেন অভিষেক। এর আগে ভারতীয় হিসাবে টি-২০ ক্রমতালিকায় একনম্বর ব্যাটার হওয়ার নজির রয়েছে বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের। সদ্য প্রকাশিত তালিকায় অভিষেকের রেটিং ৮২৯। দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন হেড। তাঁর রেটিং ৮১৪। তৃতীয় স্থানে আর এক ভারতীয় ক্রিকেটার তিলক বর্মা। ষষ্ঠ স্থানে রয়েছেন সূর্যকুমার যাদব। ৭৩৯ রেটিং নিয়ে রয়েছেন ষষ্ঠ স্থানে। দু’ধাপ পিছিয়ে ১১ নম্বরে চলে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। টেস্টে বোলার এবং অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছেন জশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা।