আমুদরিয়া নিউজ : শিলিগুড়ির মেয়ে ও ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষের নামে এবার তৈরি হবে ইন্ডোর স্টেডিয়ামের এক স্ট্যান্ড। শিলিগুড়ি পুরসভা এই সিদ্ধান্ত নিয়েছে। মেয়র গৌতম দেব জানিয়েছেন, শহরের গর্ব রিচার নামেই হবে নতুন স্ট্যান্ডটি। ফু্লেশ্বরী এলাকার ওই স্টেডিয়ামের সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। রিচাকে বাঘা যতীন পার্কে নাগরিক সংবর্ধনাও দেওয়া হয়। রিচা বলেন, “শহরের মানুষ যে ভালোবাসা দিলেন, তা জীবনের বড় প্রাপ্তি।” তিনি নতুন প্রজন্মের খেলোয়াড়দের উদ্দেশে বলেন, “খেলতে থাকো, পরিশ্রম করো, সাফল্য আসবেই।”