আমুদরিয়া নিউজ : বেঙ্গালুরুতে ৮ মাস বয়সী শিশুর দেহে মিলল এইচ এম পি ভি অর্থাৎ হিউম্যান মেটা নিউরো ভাইরাস। একটি বেসরকারি হাসপাতালে জ্বরাক্রান্ত শিশুটির রক্ত পরীক্ষায় এই রিপোর্ট মিলেছে। কর্ণাটক স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রাথমিকভাবে যা জানা গিয়েছে তাতে বিশেষ উদ্বেগের কিছু নেই। তবে বেসরকারি হাসপাতালের রিপোর্টকে গুরুত্ব দিয়েই দেখছে স্বাস্থ্য দফতর।
এই ভাইরাসের সঙ্গে চিনে যে এইচএমপিভি ছড়াচ্ছে তার চরিত্র গত মিল আছে কি না তা এখনও পরীক্ষা করা হয়নি। তবে এটি ইদানীংকালে ভারতের প্রথম এইচ এম পি ভি কেস। যায়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, বহু বছর আগেও দেশে এইচএমপিভি পাওয়া গিয়েছিল।
বিশেষজ্ঞদের একাংশের মতে, ১১ বছরের কম বয়সিদের মধ্যেই সাধারণত দেখা যায় এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটানিউরোভাইরাস। জ্বরে আক্রান্ত রোগীদের মধ্যে শূন্য দশমিক ৭ শতাংশের দেহে থাকে এইচএমপিভি।
এই অবস্থায়, HMPV নিয়ে অযথা আতঙ্ক ছড়াবেন না বলে নির্দেশ দিয়েছে কেরল স্বাস্থ্য দফতর। সেই সঙ্গে কেরলে যে সতর্কতা জারি হয়েছে তাতে বলা হয়েছে, বাড়ির বাইরে জনবহুল এলাকায় গেলে মাস্ক ব্যবহার করুন। বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে অন্তঃসত্ত্বা ও বয়স্ক নাগরিকদের। তেলেঙ্গানাতেও একই সতর্কতা জারি করা হয়েছে। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে এই ভাইরাসের প্রকোপ মোকাবিলা করার পরিকাঠামো রয়েছে।