আমুদরিয়া নিউজ : ভোটে ব্যাপক কারচুপি, বিনা কারণে বহু বিরোধী নেতা-কর্মীকে গ্রেফতার ও সে দেশের ২৬ তম সংবিধান সংশোধনীর বিরুদ্ধে ইমরান খানের দলের ডাকা বিক্ষোভ কর্মসূচির জেরে পাকিস্তান এখন অগ্নিগর্ভ। জেলবন্দি ইমরান খান ওই আন্দোলনের ডাক দেন। তাঁর দলের সমর্থকেরা দলে দলে রাস্তায় নেমে ইসলামাবাদের দিকে রওনা হন। কিন্তু, পুলিশ ও সেনা সেই রাস্তা অবরোধ করে করে রেখেছে। ইতিমধ্যে সংঘর্ষে আধা সামরিক বাহিনীর ৪ জন অফিসারের মৃত্যু হয়েছে। নাগরিকদের একজন মারা গিয়েছেন। পাক সরকারের পক্ষ থেকে ওই এলাকায় দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতেও ইসলামাবাদ অভিযান থেকে সরছেন না ইমরানের স্ত্রী বুশরা বিবি ও তাঁর দলের নেতারা। খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর ও ইমরানের স্ত্রী বুশরা বিবি অনড়। বুশরা বিবি জানান, তিনি ইমরানকে নিয়েই ফিরবেন।। ইতিমধ্যে পুলিশ ইমরানের দল পিটিআইয়ের ৫ এমপিসহ ৮ হাজার সমর্থককে গ্রেফতার করেছে।