আমুদরিয়া নিউজঃ আজ রাস পূর্ণিমা। আজ থেকে শুরু মদনমোহন ঠাকুরের রাস উৎসব। এই পুন্য তিথিতে কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের পুজো দিতে সকাল থেকেই ভিড় পড়ে গিয়েছে মন্দিরে। কোচবিহার ও পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চল ছাড়াও দূর দূরান্ত থেকে বহু পুণ্যার্থী মদনমোহন ঠাকুরের পুজো দিতে এসেছেন। বিশেষ করে সনাতনী হিন্দু যারা দীর্ঘ একমাস কার্তিক মাস ( দামোদর মাস) পালন করেছেন, তারা ঠাকুর মদনমোহনের পুজো দিতে ও দর্শন করতে এদিন মন্দিরে এসেছেন।
রায়গঞ্জ, শিলিগুড়ি, অসম থেকে বহু পুণ্যার্থী এদিন পুজো দিয়ে মদনমোহন মন্দির ঘুরে দেখেন। একজন পুণ্যার্থী জানান, প্রতি বছর রাস পূর্ণিমাতে মদনমোহন ঠাকুরের পুজো দিতে আসেন। পূর্ণিমাতে রাসচক্র ঘোরান। এই উৎসবে মদনমোহন মন্দির খুব সুন্দর সাজানো হয়। অনেক মানুষ আসে। খুব ভালো লাগে।