আমুদরিয়া নিউজ : বুধবার সন্ধ্যায় কলকাতায় এজরা স্ট্রিটে একটি কাঠের বাক্সের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। দমকলের ১৫ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চালাচ্ছে। ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ওই এলাকায় নানা ধরনের আলো, বাজির বড় বাজার। আগুনে একের পর এক আলোর পুড়ে গিয়েছে।
 
			 
					 
		 
		 
		 
		