আমুদরিয়া নিউজ: বর্তমানে বিদায় নিতে চলেছে বর্ষা। তবে বর্ষা বিদায় নিলেও রবিবার মাঝরাতে বৃষ্টি হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার সকালে শিলিগুড়িতে একপশলা বৃষ্টি হয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের আরও কয়েকটি এলাকায়। আর ঝিরিঝিরি বৃষ্টির হাত ধরে আহ্বান জানাচ্ছে শীত।
বেশ কিছু এলাকায় ভোরের দিকে তাপমাত্রা নেমে যাচ্ছে অনেকটাই। এদিন সকালবেলা তাপমাত্রা ছিল অনেকটাই কম। যা দেখে অনেকেই মনে করছেন, শীত আসতে আর দেরি নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী যা জানা যাচ্ছে, এবার উত্তরবঙ্গে আগেভাগেই শীতের আগমন ঘটতে পারে।