আমুদরিয়া নিউজ ডেস্ক : এক রাতেই বদলে গিযেছে কলকাতার স্বাস্থ্য ভবনের চেহারা। যেখানে স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার বিচার চাই, সেখানে এখন শুধু নীল রং। শুক্রবার স্বাস্থ্য ভবন চত্বর থেকে আন্দোলনকারীরা অবস্থান বিক্ষোভ তুলে নেন। ধর্না মঞ্চের পাশে যে স্লোগান ছিল তা নীল রঙে ঢেকে দেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তাররা গত ১১ দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভে বসেছিলেন।
সেখানে দেওয়ালে স্লোগান লেখা হয়েছিল। লেখা হয়েছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। শনিবার সকালেই দেখা গিয়েছে সব স্লোগান মুছে ফেলা হয়েছে। দেওয়ালগুলোকে নীল রঙ দিয়ে ঢাকা হয়েছে। রাস্তার স্লোগানের ওপর আলকাতরা লেপে দেওয়া হয়েছে। আরজি করের জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ জানান, স্লোগান মুছে দিলেই আন্দোলন মোছা যায় না।