আমুদরিয়া নিউজ ডেস্ক: এল নিনোর কারণে জিম্বাবুয়েতে ভয়ঙ্কর খরা চলছে। অনেক এলাকার মানুষ অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাদের মুখে খাবার জোগাতে ২০০ টি হাতি মারার কতা ঘোষণা করেছে জিম্বাবুয়ে সরকার। মঙ্গলবার সে দেশের বন্যপ্রাণ বিভাগের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণায় বলা হয়েছে, দেশের সব জায়গায় খরার প্রকোপ বেশি, সেখানকার বাসিন্দাদের খাবার জোগাতে ওই হাতির মাংস বিলি করা হবে।
এই মুহূর্তে খরার কারণে জিম্বাবুয়েতে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ অনাহারের মুখে পড়েছেন। কীভাবে সংকটের মোকাবিলা করা হবে সেটা ভেবেই এতগুলো হাতি মেরে মাংস বিলির সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। এর আরও দুটি কারণ জানানো হয়েছে।
একটি হল, জিম্বাবুয়েতে সংরক্ষিত যে অরম্য তাতে ৫৫হাজার হাতি অনায়াসে থাকতে পারে। কিন্তু বর্তমানে ওই বনাঞ্চলে প্রায় ৮৪ হাজার হাতি আছে। ফলে পরিবেশের উপরে প্রভাব পড়েছে। দ্বিতীয় হল, হাতি- মানুষ সংঘাত বেড়ে গিয়েছে। গত বছর প্রায় ৫০ জন হাতির হানায় মারা গিয়েছে। এ নিয়ে পরিবেশপ্রেমীদের পক্ষ থেকে কোনও প্রতিবাদের কতা এখনও শোনা যায়নি। অবশ্য কিছুদিন আগেই নামিবিয়া ৮৩টি হাতি মেরে খরাপীড়িত এলাকায় মাংস বিলি করেছে।