আমুদরিয়া নিউজ ডেস্কঃ সুপ্রিম কোর্টে আজ চলছে শুনানি আর জি কর হাসপাতাল মামলার। গতকাল রাত দখলের পাশাপাশি আজ রাজ্যের বেশ কিছু জায়গায় চলেছিল ভোর দখল অভিযান যার মধ্যে রয়েছে শহর শিলিগুড়িও। সুপ্রিম কোর্টের শুনানির জন্যই এই অভিযানে সামিল হয়ে ভোর ৪ টা থেকে ৬ টা অব্দি সফদর হাসমি চকে ভোর দখল কর্মসূচি হয়, তেমনি বাঘাযতীন আন্দোলন করতে দেখা যায় জুনিয়ার ডাক্তারদের । শুনানি পর্বে মুখ্য বিচারপতি ডি. ওয়াই. চন্দ্রচুড় চিকিৎসকদের আহ্বান করছেন কাল বিকাল ৫ টায় কাজে ফেরার কাজে ফেরার। সি. বি. আই. কেও তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পাঠানোর কথা বলা হয়েছে। ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় যে চালান, অর্থাৎ যেটি ছাড়া ময়নাতদন্ত সম্ভব নয় সেই চালাননথি সুপ্রিম কোর্টে হাজির করতে পারেননি কপিল সিব্বল। ময়নাতদন্ত নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে আজকের শুনানিতে। প্রথম রাত দখল অভিযানের সময় আর জি করে যে হামলা হয় তার তদন্ত রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট পুলিশের কাছে।পরবর্তী শুনানি ১৭ ই সেপ্টেম্বর।