আমুদরিয়া নিউজ : আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বিক্ষোভকারীদের বলেন, নির্যাতনকারীদের নাম মনে রাখতে, কারণ তাদের এর মূল্য চোকাতে হবে। তিনি বিক্ষভকারীদের উদ্দেশ্যে আরও বলেছেন আমেরিকা দ্রুত তাদের সহায়তা করবে। তবে তিনি কী ধরনের সহায়তার কথা বলেছেন, তা স্পষ্ট করেননি। ট্রাম্প জানান, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত থাকবে।
এর প্রতিক্রিয়ায় ইরান আমেরিকার বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও হিংসা উসকে দেওয়ার অভিযোগ তোলে। ইরানি কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিহতদের বড় অংশই বিক্ষোভকারী। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন ইরানে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
ইরানে বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ট্রাম্প
Leave a Comment