আমুদরিয়া নিউজ : অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ দাবানলে ভিক্টোরিয়া রাজ্যে তিন লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। শনিবার হাজার হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যজুড়ে এখনও অন্তত ১০টি বড় আগুন সক্রিয় রয়েছে। দাবানলে এখন পর্যন্ত ১৩০টির বেশি বাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৩৮ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভিক্টোরিয়ার এই আগুনকে ২০১৯-২০ সালের ব্ল্যাক সামার দাবানলের পর সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। ভিক্টোরিয়ার বড় অংশকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। এদিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যের সীমান্তবর্তী এলাকায়ও জরুরি মাত্রার দাবানল জ্বলছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।