আমুদরিয়া নিউজ : তৃণমূল কংগ্রেস ছেড়ে আবার কংগ্রেসে ফিরলেন প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূর। শনিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন তিনি। কয়েকদিন আগেই তৃণমূল তাঁকে মালদহ জেলার চারটি বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব দিয়েছিল। এর মধ্যেই দল বদলে নিলেন তিনি। তবে রাজনৈতিক মতপার্থক্য ও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অসন্তোষ থেকেই তাঁর এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর। মালদহ উত্তর কেন্দ্র থেকে দু’বার কংগ্রেসের সাংসদ ছিলেন মৌসম। ২০১৯ সালে তিনি তৃণমূলে যোগ দিয়ে পরে রাজ্যসভার সাংসদ হন। কংগ্রেসে প্রত্যাবর্তনের পর মৌসম জানান, ধর্মনিরপেক্ষতা ও উন্নয়নের রাজনীতিতেই তিনি আস্থা রাখেন।