আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের পর রাজস্থান সরকারও সরকারি স্কুলে সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক করল। নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি সরকারি স্কুলকে অন্তত দু’টি দৈনিক সংবাদপত্র রাখতে হবে। স্কুল শুরুর পর সকালের সমাবেশে প্রতিদিন ১০ মিনিট খবরের কাগজ পড়া ও আলোচনা করতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে হিন্দি ও ইংরেজি, আর উচ্চপ্রাথমিক স্তরে অন্তত দু’টি হিন্দি দৈনিক বাধ্যতামূলক। সংবাদপত্র কেনার খরচ বহন করবে রাজস্থান স্কুলশিক্ষা সংসদ। এর লক্ষ্য ছাত্রছাত্রীদের শব্দভাণ্ডার, পাঠাভ্যাস ও সমসাময়িক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।