আমুদরিয়া নিউজ : বছরের শেষের ব্যস্ততা ও গিগ কর্মীদের ধর্মঘটের প্রেক্ষিতে ডেলিভারি প্ল্যাটফর্ম সুইগি ও জোমাটো ডেলিভারি পার্টনারদের জন্য ইনসেন্টিভ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন শহরে কর্মীদের অসন্তোষ ও কাজ বন্ধের ডাকের ফলে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহক পরিষেবা স্বাভাবিক রাখতে সংস্থাগুলি অতিরিক্ত ইনসেনটিভ দিচ্ছে। জোমাটো জানিয়েছে, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ততম সময়ে প্রতি অর্ডারে বাড়তি অর্থ দেওয়া হবে এবং দিনে সর্বোচ্চ কয়েক হাজার টাকা পর্যন্ত উপার্জনের সুযোগ থাকবে। অন্যদিকে সুইগিও নতুন বছরের সময় বিশেষ বোনাস ও ইনসেনটিভ ঘোষণা করেছে। সংস্থাগুলির লক্ষ্য, উৎসব ও নববর্ষের ভিড়ে পর্যাপ্ত ডেলিভারি কর্মী নিশ্চিত করা এবং ধর্মঘটের প্রভাব কমানো।