আমুদরিয়া নিউজ : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন তিনি। ভোর ৬:৪৫ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখার পর ১৯৯১ সালে তিনিই প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া ফেলেছে। তার মৃত্যুতে আন্তর্জাতিক স্তরে শোকবার্তা আসতে শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন এবং খালেদা জিয়ার বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নে ভূমিকার কথা স্মরণ করেছেন।