আমুদরিয়া নিউজ : প্রখ্যাত সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা আজ রায়পুরে প্রয়াত হয়েছেন। প্রায় ৮৮ বছর বয়সী এই সাহিত্যিক গত কয়েকদিন ধরে রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস)-এ চিকিৎসাধীন ছিলেন। আজ সন্ধ্যায় প্রায় পাঁচটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিনোদ কুমার শুক্লা সম্প্রতি জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। তাঁর ‘দিওয়ার মেঁ এক খিড়কি’ উপন্যাসের জন্য তিনি সাহিত্য আকাদেমি পুরস্কারেও ভূষিত হন। তাঁর কাব্যগ্রন্থ ‘লাগভগ জয় হিন্দ’ এবং উপন্যাস ‘নৌকর কি কামিজ’ তাঁকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছিল। তিনি গত পঞ্চাশ বছর ধরে সক্রিয়ভাবে সাহিত্যচর্চায় নিয়োজিত ছিলেন। তাঁর রচনা বিভিন্ন ভাষায় অনূদিতও হয়েছে।