আমুদরিয়া নিউজ : এখন থেকে যিনি আমেরিকার সরকারকে ১০ লক্ষ ডলার দিতে পারবেন, তিনি প্রায় সঙ্গে সঙ্গেই ভিসা পাবেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের ভিসার নাম দিয়েছেন ট্রাম্প গোল্ড কার্ড ভিসা। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই কার্ড হল আমেরিকার নাগরিকত্ব পাওয়ার সোজা রাস্তা। তিনি আরও জানান, ট্রাম্প গোল্ড কার্ড এমন ধরনের মার্কিন ভিসা, যা তাদেরই দেওয়া হবে, যাঁরা প্রমাণ করতে পারবেন, তাঁরা আমেরিকাকে পর্যাপ্ত সুযোগ-সুবিধা দিতে পারবেন।