আমুদরিয়া নিউজ : থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ চলছেই। তা চতুর্থ দিনে পড়ল। গত অক্টোবরে শান্তি চুক্তির পরে দুই দেশ ফের সংঘর্ষে জড়িয়েছে। একে অন্যের বিরুদ্ধে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। কম্বোডিয়ার সরকারি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, সে দেশের ভূখণ্ডের ৩০ কিলোমিটার এলাকা লক্ষ্য করে থাইল্যান্ডের গোলাবর্ষণ করেছে। এফ-১৬ বিমান থেকে হামলা হয়েছে। ফলে, বহু ঘরবাড়ি, স্কুল, রাস্তা, বৌদ্ধ মন্দিরের ক্ষতি হয়েছে। এর আগের সংঘর্ষের সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয়পক্ষকে সমঝোতায় বসতে বাধ্য করেছিলেন। এবার কি হবে তা স্পষ্ট নয়। পক্ষান্তরে,.থাইল্যান্জও দাবি করেছে, সে দেশেও ব্যাপক ক্ষতি হয়েছে কম্বোডিয়ার হামলায়।