আমুদরিয়া নিউজ : কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চ প্রাথমিকে ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি বহাল রেখেছে। খারিজ করা হয়েছে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের রায়। আদালত জানায়, চাকরি করার সময় এই প্রার্থীদের বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি এবং কয়েকজন অসফল প্রার্থীর জন্য গোটা প্রক্রিয়া বাতিল করা যায় না। রায়ে উল্লেখ, CBI তদন্তে ২৬৪ জনের ক্ষেত্রে অনিয়ম ও গ্রেস মার্কসের প্রমাণ মিলেছে—তাঁদের চিহ্নিত করা হয়েছে। আরও ৯৬ জন কোয়ালিফাইং নম্বর পেয়েও অনিয়মে যুক্ত ছিলেন বলে ধরা পড়েছে; তাঁদের চাকরি আগেই বাতিল হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা আপাতত কাজ করছেন। আদালত স্পষ্ট করেছে, ৯ বছর পরে নতুন পরীক্ষা নেওয়া ‘ফেয়ার প্লে’ হবে না এবং এতে সৎ প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। রায় ঘোষণায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শিক্ষকেরা ন্যায় বিচার পেয়েছেন, তাঁদের চাকরি সুরক্ষিত রাখতে পেরে আমি খুশি।”