আমুদরিয়া নিউজ : মুম্বইয়ে শ্রমিকের কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত শ্রমিক মহম্মদ কাজিমুদ্দিনের দেহ ফিরল মালদহের রতুয়ার গ্রামে। রবিবার উড়ানে বাগডোগরায় পৌঁছায় দেহ। তার পরে সড়ক পথে রতুয়া ১ নম্বর ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে পৌঁছায় দেহ। ৩৮ বছর বয়সী কাজিমুদ্দিন দুই মাস আগে মুম্বইয়ে গিয়েছিলেন শ্রমিকের কাজে। গত বৃহস্পতিবার দুপুরে সাততলা একটি বিল্ডিংয়ের উপর থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন আতাউর রহমান। কাজিমুদ্দিনের স্ত্রী সাফিনারা দুই নাবালক সন্তান, শ্বশুর-শাশুড়িকে নিয়ে কীভাবে সংসার চলবে তা ভেবে দিশেহারা।খবর পেয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক পরিবারটিকে আর্থিক সাহায্য দেন এবং সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাস দেন।