আমুদরিয়া নিউজ: ঘূর্ণিঝড় দেতোয়ার তাণ্ডবে বিধ্বস্ত শ্রীলঙ্কাকে সহায়তা করতে ‘অপারেশন সাগরবন্ধু’ শুরু করলো ভারত। গত ২৭ নভেম্বর প্রবল বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ধ্বসের পরই জরুরি ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। শনিবার সকালে ভারতীয় বায়ুসেনার একটি বিশেষ উড়ান প্রায় ১২ টন ত্রাণসামগ্রী নিয়ে কলম্বোয় পৌঁছেছে। ত্রাণের মধ্যে ছিল তাঁবু, ত্রিপল, কম্বল, শুকনো খাবার ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জানান, শ্রীলঙ্কার এই দুঃসময়ে সহায়তা পাঠানো দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, ‘Neighbourhood First’ নীতির আওতায় প্রয়োজনে আরও ত্রাণ পাঠানো হবে।