আমুদরিয়া নিউজ : বিশ্ব বক্সিং কাপ ফাইনালে দারুণ সাফল্য পেলেন ভারতের তারকা বক্সার নিখাত জরিন। ৫১ কেজি বিভাগে ফাইনালে তিনি চিনের শুয়ান ই গুও-কে ৫–০ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন। শুরু থেকেই নিখাত আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই চালান এবং প্রতিপক্ষকে কোনও সুযোগই দেননি। এই জয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন যে বর্তমানে বিশ্ব বক্সিংয়ের অন্যতম সেরা মুখ তিনি। এবারের প্রতিযোগিতায় ভারতীয় দলও নজরকাড়া পারফরম্যান্স করেছে। মোট ২০ জন ভারতীয় বক্সার অংশ নিয়েছিলেন এবং প্রত্যেকেই পদক জিতেছেন। দেশের ঝুলিতে এসেছে ৯টি সোনা, ৬টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ। এত বড় সাফল্য ভারতীয় বক্সিংকে নতুন আত্মবিশ্বাস দেবে বলে মনে করছেন কোচ ও বিশেষজ্ঞরা। নিখাতের জয় বিশেষভাবে আগামী প্রজন্মের মহিলা বক্সারদের অনুপ্রাণিত করবে।