আমুদরিয়া নিউজ : মঙ্গলবার সকালে দিল্লির একাধিক আদালত ও দুটি স্কুলে বোমা রাখার হুমকির জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত স্কুলগুলো, আদালত চত্বর খালি করে বম্ব ডিসপোজাল স্কোয়াড তল্লাশি চালিয়ে নিশ্চিত করে ভুয়ো হুমকি। সকালে ভুয়ো হুমকি মেল পেলেও পুলিশ হালকা ভাবে নেয়নি। কারণ, লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার রেশ এখনও রয়েছে। দুপুর অবধি পুলিশ, নিরাপত্তা বাহিনী তল্লাশি জারি রেখেছে একাধিক আদালত, স্কুলেও।