আমুদরিয়া নিউজ : সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামি লিগের রাজনৈতিক কাজকর্ম বন্ধ রয়েছে। তাই সেই দল বাংলাদেশের ভোটে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মহম্মদ ইউনুস। বৃহস্পতিবার ইংল্যান্ডের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে এ কথা তিনি জানান বলে সংবাদ সংস্থা জানিয়েছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে যা জানানো হয়েছে। আগামী ফেব্রুয়ারিতেই ভোট হওয়ার কথা বাংলাদেশে। দেশ ছেড়ে ভারপতে আশ্রয় নেওয়া বাংসলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্য সোশাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁর দল বাংলাদেশে ভোটে লড়তে চায় এবং তা হলে তিনি দেশে ফিরবেন।