আমুদরিয়া নিউজ : গিরিখাতের তলদেশ থেকে প্রায় ৬৫২ মিটার উঁচুতে তৈরি ৭৫৮ মিটার দীর্ঘ হংকি সেতুটির ভেঙে পড়েছে একাংশ। দু’দিকে খাড়া পাহাড়। মাঝ দিয়ে বয়ে গিয়েছে নদী। আর তারই উপর দিয়ে অধিকৃত তিব্বতের সঙ্গে সংযোগরক্ষাকারী মূল সেতুটি বানিয়েছিল চিন। কিন্তু পাহাড় ভেঙে নেমে আসা টন টন পাথরের আঘাতে দু’মাস আগে চালু হওয়া সেই হংকি সেতুর একাংশ চুরমার হয়ে গিয়েছে! ফলে তিব্বতের একাংশের সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মূল চিনা