আমুদরিয়া নিউজ : সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। রতুয়া ১ নং ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গঙ্গারামপাড়া গ্রামের ঘটনা। অভিযোগ, গ্রামেরই এক বাসিন্দা রাস্তায় পিলার বসিয়ে বাড়ি তৈরি করছিলেন। গ্রামবাসীর পক্ষ থেকে বাপি বসাক বিষয়টি নিয়ে সামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাসকে অভিযোগ জানান। অভিযোগকারীর দাবি, রাস্তা দখল করায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে। এ বিষয়ে প্রধান মনীষা দাস বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছোটন দাসকে রাস্তার জায়গায় নির্মাণ না করতে নির্দেশ দিয়েছে এবং রাস্তা ছেড়ে বাড়ি তৈরির কথা জানানো হয়েছে।”