আমুদরিয়া নিউজ : অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সোমবার বিশেষ সিবিআই আদালতের বিচারক তাঁর মুক্তির নির্দেশ দিয়েছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, সিবিআই কর্তৃপক্ষের জমা দেওয়া আট জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ার পরই পার্থর মুক্তির পথ খুলে গেছে। তবে সমস্ত প্রক্রিয়া শেষ হতে মঙ্গলবার পর্যন্ত সময় লাগতে পারে। শারীরিকভাবে অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি। সেখান থেকেই সোমবার তিনি ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেন। জেলমুক্তির নির্দেশ শোনার পর তাঁকে হাসতেও দেখা যায়। তাহলে ৩ বছর ৩ মাস ১৮ দিন পর মঙ্গলবারই তিনি নিজের বাড়িতে ফিরতে পারেন।
২০২২ সালের ২৩শে জুলাই নিয়োগ মামলায় কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল। কয়েক মাস আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, সিবিআইয়ের মামলায় বিচারপর্ব শুরু হলে পার্থ চট্টোপাধ্যায়, তৎকালীন এসএসসি চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য এবং উপদেষ্টা শান্তিপ্রসাদ সিংহকে শর্তসাপেক্ষ জামিন দেওয়া যেতে পারে।
বন্দিদশা কাটিয়ে মঙ্গলবার বাড়ি ফিরতে পারেন পার্থ চট্টোপাধ্যায়
Leave a Comment