আমুদরিয়া নিউজ: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত নয় জনের মৃত্যুর আশঙ্কা। আহত হয়েছেন একাধিক। জানা গিয়েছে, শনিবার একাদশী উপলক্ষে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। পুজো দিতে গিয়েছিলেন বহু ভক্ত। প্রবল ভিড়ের কারণে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়। হঠাৎই অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার মধ্যে কয়েকজন ভক্ত মাটিতে পড়ে যান, তার পর মুহূর্তেই শুরু হয় হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি। ঘটনাস্থলেই বহু মানুষ পদপিষ্ট হন। দুর্ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।