আমুদরিয়া নিউজ: এপস্টেইন কেলঙ্কারিতে নাম জড়ানোর জের! নিজের ভাই প্রিন্স অ্যান্ড্রুর সব রাজকীয় খেতাব কেড়ে নিলেন রাজা চার্লস। সেই সঙ্গে তাকে প্রাসাদ ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। ৬৫ বছর বয়সি অ্যান্ড্রু অবশ্য চির বিতর্কিত এক চরিত্র। বছর ছয়েক আগে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। এছাড়াও ভার্জিনিয়া জিওফ্রে নামের এক ভদ্রমহিলা অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে মামলা করেছিলেন। অ্যান্ড্রুর বিরুদ্ধে নাবালিকাদের সঙ্গে জোর করে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগও ওঠে। সেসব নিয়ে সমালোচনার ঝড় ওঠার পরে এই ঘোষণা করা হয়েছে রাজ পরিবারের তরফে। বাকিংহাম প্যালেস একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে এবার থেকে প্রিন্স অ্যান্ড্রুর নাম হবে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। তিনি আর ‘ডিউক অফ ইয়র্ক’ থাকবেন না। পাশপাশি, অ্যান্ড্রুর বহুদিনের বাসভবন, ৩০ কামরার উইন্ডসর প্রাসাদ ছেড়ে দিতে হবে তাঁকে।