আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হলেন সূর্য কান্ত। বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাই সূর্য কান্তের নাম সুপারিশ করেছিলেন। তাতেই সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই খবর নিশ্চিত করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারতের সংবিধানে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্রপতি ২৪ নভেম্বর, ২০২৫ থেকে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক বিচারপতি সূর্য কান্তকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করতে পেরে আনন্দিত।’ আগামী ২৩ নভেম্বর ভারতের বর্তমান প্রধান বিচারপতি বিআর গাভাইয় অবসর গ্রহণ করবেন। বিচারপতি সুর্য কান্ত আগামী ২৪ নভেম্বর ২০২৫ তারিখে ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন।
 
					 
			 
		 
		 
		 
		