আমুদরিয়া নিউজ: দক্ষিণ-পশ্চিম জামাইকায় নিউ হোপের কাছে আছড়ে পড়ল শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা। ঘণ্টায় প্রায় ২৯৫ কিলোমিটার বেগে ধেয়ে আসা এই ঝড়কে ‘ক্যাটাগরি-৫ হ্যারিকেন’ হিসেবে চিহ্নিত করেছে আমেরিকার ন্যাশনাল হ্যারিকেন সেন্টার (NHC)। জামাইকার ১৭৪ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত দুর্যোগে মৃত্যু হয়েছে অন্তত সাতজনের। হ্যারিকেনের দাপটে দ্বীপজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। বহু বাড়ি ভেঙে পড়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে একাধিক এলাকায়। বর্তমানে প্রায় দু’লক্ষ মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছেন। আশ্রয় হারিয়েছেন অনেকেই। জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হোলনেস জানিয়েছেন, দেশের কোনও পরিকাঠামোই এই ঝড় সামলানোর উপযোগী নয়। তাই সবাইকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। ক্ষয়ক্ষতি সামলাতে আন্তর্জাতিক সাহায্যেরও আবেদন জানিয়েছে দ্বীপরাষ্ট্রটি।