আমুদরিয়া নিউজ: দীপাবলিতে মেয়ের ছবি প্রথমবার প্রকাশ্যে আনলেন বলিউডের তারকাদম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ইনস্টাগ্রামে এক যৌথ পোস্টে এই তারকা দম্পতি শেয়ার করলেন তাঁদের উৎসবের কিছু বিশেষ ছবি, যেখানে দেখা গেল ছোট্ট দুয়া-কে মায়ের কোলে। দীপিকা ও দুয়া দু’জনের পরনেই লাল রঙের চুড়িদার। দুয়ার মাথার দু’দিকে ঝুঁটি বেঁধে দিয়েছেন দীপিকা। অন্য দিকে রণবীরের পরনে সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। ছবিগুলি ভাগ করে নিয়ে তারকাদম্পতি লিখেছেন, “দীপাবলির শুভেচ্ছা।” সেলেব জুটির এই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।