আমুদরিয়া নিউজ: দীপাবলি উপলক্ষ্যে ভারতে দেদার পুড়ছে আতশবাজি। আকাশ ঢেকেছে ধোঁয়ায়। সেই ধোঁয়া ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সীমান্ত পার করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ পর্যন্ত। বিশেষ করে রাজধানী লাহোরে বাতাসে দূষণের মাত্রা হু হু করে বাড়ছে বলে দাবি পাক সংবাদ মাধ্যমের! পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পরিবেশরক্ষা দপ্তর জানিয়েছে, নয়াদিল্লি ও ভারতের বিভিন্ন শহর থেকে দূষিত কণা ছড়িয়ে পড়ছে সেখানে। যার ফলে লাহোর হয়ে দাঁড়িয়েছে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে দূষিত শহর। এই পরিস্থিতিতে আপৎকালীন ব্যবস্থা গ্রহণ করেছে সেখানকার প্রশাসন। ব্যবহার করে হচ্ছে অ্যান্টি-স্মগ গান। ছেটানো হচ্ছে জল। দূষণের নিরিখে নয়াদিল্লি রয়েছে শীর্ষে। উৎসবের মরশুমে সেখানকার বাতাসে দূষণের মাত্রা গড়ে ৩০০ ছাড়িয়ে গিয়েছে আগেই।