আমুদরিয়া নিউজ: সরকারবিরোধী বিক্ষোভে উত্তপ্ত পাকিস্তান। সোমবার মুরিদকেতে পুলিশের গুলিতে অন্তত ১৩জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। দেড়শোর বেশি গুরুতর আহত। শাহবাজ শরিফ, আসিম মুনিরদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন ‘তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান’ (টিএলপি) দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ইসলামাবাদের উদ্দেশে মিছিল করার কথা ছিল বিক্ষোভকারীদের। তাই বেশ কয়েকটি রাস্তা অবরোধ করে রেখেছিলেন তাঁরা। কিন্তু সোমবার ভোরে এলাকাজুড়ে গুলিবর্ষণ করে পাঞ্জাব পুলিশ। ছোড়া হয় শেল, কাঁদানে গ্যাস। একাধিক জিনিসে আগুনও ধরিয়ে দেয় পুলিশ। বাধ্য হয়ে পালাতে শুরু করেন বিক্ষোভকারীরা। পরে জানা যায়, অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত দেড়শোরও বেশি।