আমুদরিয়া নিউজ: গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘গাজ়ায় শান্তি ফেরানোর প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অগ্রগতি হল এবং এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বকে আমরা স্বাগত জানাচ্ছি। বন্দিদের মুক্তির ইঙ্গিত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’’ এর পর তিনি বলেন, ‘‘স্থায়ী এবং ন্যায়সঙ্গত শান্তির লক্ষ্যে সকল প্রচেষ্টায় ভারতের দৃঢ় সমর্থন রয়েছে, আগামী দিনেও থাকবে।’’ গাজার যুদ্ধ থামাতে ২০ দফা প্রস্তাব পেশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েল তাতে রাজি হয়ে গেলেও হামাস নীরবই ছিল। কিন্তু শুক্রবার তাদের চরম সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দেন, রবিবার ৬টার মধ্যেই শান্তিচুক্তিতে স্বাক্ষর করতে হবে জঙ্গি গোষ্ঠীকে। না হলে নরক নেমে আসবে। অবশেষে হামাস জানিয়ে দিয়েছে তারাও শান্তি প্রস্তাবে রাজি।
