আমুদরিয়া নিউজ: চতুর্থীর সকালে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন পুজো উদ্বোধনের পর তিনি ঘুরে দেখেন পুজো মণ্ডপ। পরে মঞ্চ থেকে অমিত শাহ বলেন, ”মায়ের কাছে প্রার্থনা করেছি, এবার বিধানসভা নির্বাচনের পর বাংলায় এমন সরকার গঠন হোক যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ” আমাদের বাংলা পুনরায় সুরক্ষিত, সমৃদ্ধ, শান্ত, সুজলা সুফলা হোক। এখানে কবিগুরুর কল্পনার বাংলার নির্মাণ যাতে আমরা করতে পারি।” বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ার। এই বছর সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ‘অপারেশন সিঁদুর’। অপারেশন সিঁদুরে কীভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা, সেই থিম ফুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে।
