আমুদরিয়া নিউজ: আগামী ৬ মাসের জন্য টেস্ট ক্রিকেট থেকে শ্রেয়স আইয়ারকে বিশ্রাম দিল বোর্ড। বিশ্রাম দেওয়ার জন্য বোর্ডকে চিঠি লিখে নিজেই অনুরোধ করেছিলেন শ্রেয়স। সেই অনুরোধ মেনে নিল বিসিসিআই। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বিসিসিআই জানিয়েছে, ‘আগামী ৬ মাসের জন্য লাল বলের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন শ্রেয়স। ব্রিটেনে গিয়ে তিনি পিঠের অস্ত্রোপচার করেছিলেন। কিন্তু সম্প্রতি দীর্ঘতম ফরম্যাটে খেলতে গিয়ে আবারও তাঁর পিঠে সমস্যা দেখা দেয়। সেজন্যই আগামী ৬ মাস ফিটনেস বাড়ানোর চেষ্টা করবেন শ্রেয়স।’ তবে টেস্ট ক্রিকেট না খেললেও সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলবেন মুম্বইকর। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ভারত এ দল, অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে। ওই সিরিজ়ে শ্রেয়সকে ভারত এ-র নেতৃত্ব দিতে দেখা যাবে।